আপনাকে অসংখ্য ধন্যবাদ মনোযোগী মন-এ আপনার প্রশ্নটি তুলে ধরার জন্য। প্রথমত বলতে চাই যে, আপনার লেখার শেষভাগে যে প্রশ্নটি আপনি করেছেন তার উত্তর কিন্তু প্রথম অংশে আপনিই দিয়েছেন। একটু বিস্তারিত যদি বলি, আপনি জানতে চেয়েছেন যে, কুস্তি খেলার প্রতি আসক্তি কি কোনো মানসিক সমস্যা নাকি স্বাভাবিক আচরণ? আর প্রথমেই আপনি বলেছেন যে, আপনি প্রায় দেড় বছর থেকে মানসিক সমস্যায় ভুগছেন এবং অনেক চেষ্টা করেও বের হতে পারছেন না। এ থেকে বলা যায় যে, এই আসক্তি যে আপনার দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করছে এবং জীবনযাত্রাকে ব্যাহত করছে তা সম্পর্কে আপনি অবগত। বর্তমানে আপনি আপনার দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পেতে চাচ্ছেন। কারণ হিসেবে বলা যায়, যেকোনো ধরনের আসক্তির ফলেই কিন্তু আমাদের জীবনের স্বাভাবিক কার্যকলাপের ছন্দপতন ঘটে। এক্ষেত্রে আমাদের জানতে হবে যে, কোন আচরণকে আমরা স্বাভাবিক আগ্রহ বলব আর কোনটিকে আসক্তি বলব। তাছাড়া আপনার বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে, কুস্তি খেলা দেখার সময় আপনি যৌন উত্তেজনা বোধ করছেন। এখন শুধু কুস্তি খেলা দেখা নয় তাতে অংশগ্রহণের মাধ্যমেও আপনি আপনার মনের কিছু চাহিদা পূরণ করছেন। যেমন, কুস্তি পার্টনারের শরীরের কিছু অংশে স্পর্শের মাধ্যমে আপনার ভেতর ভালোলাগা তৈরি হচ্ছে। মূলত আপনার ভেতরের যৌন চাহিদাটি কিছু অংশে তৃপ্ত হচ্ছে হয়তবা।
এখান থেকে আরও কিছু বিষয় উঠে আসছে বা কিছু প্রশ্নের অবতারণা হচ্ছে। যেমন, আপনি কুস্তি দেখছেন বা খেলছেন সমলিঙ্গের মানুষের সাথে এবং ফলশ্রুতিতে আপনি যৌন উত্তেজনা বোধ করছেন। বিপরীত লিঙ্গের প্রতিও কি আপনার একই ধরনের বোধ কাজ করেছে কখনও? এছাড়া শুধু কুস্তি খেলা নয় অন্যকোনো প্রেক্ষিতেও কখনও সম বা বিপরীত লিঙ্গের প্রতি যৌন আগ্রহ প্রকাশ পেয়েছে কি? তাছাড়া আপনার কোন রোমান্টিক পার্টনার আছে কিনা ইত্যাদি প্রশ্নগুলোর উত্তর জানতে হবে।
আপনি উল্লেখ করেছেন আপনি এই ধরনের কুস্তি খেলায় লিপ্ত হওয়ার জন্য প্রায়ই ছুটে যাচ্ছেন কলকাতায় কারণ আপনার মতে আমাদের সমাজ হচ্ছে রক্ষণশীল। এক্ষেত্রে এমন কিছু কী আপনার অবচেতন মনে কাজ করছে যে, সমলিঙ্গের প্রতি আকর্ষণ আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে খোলামেলাভাবে প্রকাশ করা যাচ্ছে না বিধায় সেটা একটি খেলার মাধ্যমে তৃপ্ত করা যেটি নিয়ে আমাদের সমাজ প্রত্যক্ষ কোন উক্তি/কমেন্ট করবে না। এ প্রেক্ষাপটে আপনি আপনার এক কাজিনের সাথেও এই খেলা খেলছেন। বোধ করি সেও সমলিঙ্গ হবে অর্থাৎ একজন পুরুষ। প্রশ্ন হচ্ছে যখন তার সাথে খেলছেন, আপনি কি একই যৌন উত্তেজনা বোধ করছেন? আরও কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন ছিল, আপনার জীবনযাত্রা এবং পরিবারের বিষয়ে, চাকরিক্ষেত্র বা পড়াশোনার বিষয়ে।
যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে, আপনি একটি আসক্তিতে ডুবে আছেন যা হতে পারে আপনার সমস্যার প্রকাশ বা অভিব্যক্তি মাত্র, এর পেছনের কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যার কিছুটা উপরে বর্ণনা করার চেষ্টা করেছি। এর জন্য আপনাকে অতিসত্বর একজন মানসিক স্বাস্থ্য পেশাজীবীর শরণাপন্ন হতে বলব, যে কিনা আপনাকে সাহায্য করবে আপনার সমস্যা সমাধানের লক্ষ্যে আপনার প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাওয়ার ক্ষেত্রে।
শুভকামনা।