বদলে যেতে শুরু করেছে সোহেলীর (ছদ্মনাম) জীবন। রোজ সকালে একজন ঘুম ভাঙ্গাত, ফোন দিয়ে খবর নিত। তার বারান্দায় এখন যে লতা গাছটি ঝুলছে, ওটা তারই দেয়া। সোহেলী স্বপ্ন দেখে, নতুন সংসারের বারান্দায় অনেক গাছ লাগাবে। লতা গাছটির কোল ঘেষে দু’ একটা লাভ বার্ডও রাখবে। এভাবেই কেটেছে দুই বছর। তারপর সেদিন হঠাৎ ছেলেটি না করে দিলো। […]